Social Support BD

Contact Form

Latest News

আপনি কী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। তাহলে এই সুসংবাদটি আপনার জন্য। শিগগিরই এক ফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ। এমনটাই জানিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেন, শিগগিরই আপনারা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখতে পারবেন।

বর্তমানে একটি ফোনে শুধু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। নতুন ফিচারে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধাটি পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে এই ফিচার পরীক্ষা করছে মেটা। ওয়েবেটাইনফোর এক প্রতিবেদেন বলা হয়েছে, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকেই অন্য অ্যাকাউন্ট যুক্ত করা যাবে।

আইফোন ১৫ : নতুন যেসব ফিচার

অ্যাকাউন্টের চ্যাট এবং নোটিফিকেশনও আলাদা রাখা হবে। ব্যবহারকারীরা সুইচ করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেতে পারবেন। এই ফিচার চালু হলে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না।

জানা গেছে, হোয়াটসঅ্যাপে নতুন এই সংযোজনের কারণে ইন্টারফেসও বদলে যাওয়ার খবর শোনা যাচ্ছে। এই ইন্টারফেসের মধ্যে থাকবে বিভিন্ন অপশন যেমন- চ্যাট, স্ট্যাটাস এবং অন্যান্য ট্যাব।

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশ করার নির্মাতারা অটো ক্যাপশন সুবিধা চালু বা বন্ধ করতে পারেন। তবে আগামী নভেম্বর থেকে প্রকাশ করা সব ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবেই ক্যাপশন যোগ করবে টিকটক। ফলে নির্মাতার ক্যাপশন যুক্ত বা বন্ধ করার সুযোগ থাকবে না।

টিকটক বলছে, ভিডিও আপলোড করার সময় নির্মাতার জন্য ক্যাপশন প্রদর্শন বা বন্ধ রাখার সুযোগ থাকবে না। তবে ভিডিও প্রকাশের পর নির্মাতা ক্যাপশন সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন। টেলিভিশনের পর্দায় যে ধরনের সাদা রঙের সাধারণ ফন্ট দেখা যায়, অটো ক্যাপশনে তেমন ফন্ট ব্যবহৃত হবে।

নির্মাতাদের জন্য ক্যাপশন প্রদর্শনে পরিবর্তন এলেও দর্শকদের ক্ষেত্রে ক্যাপশন দেখা বা বন্ধ করার সুযোগ আগের মতোই অপরিবর্তিত থাকবে। সেটিংস মেনু থেকে অ্যাকসেসিবিলিটি অপশনে গিয়ে ক্যাপশন দেখা বা বন্ধ করতে পারবেন দর্শকেরা। এখানে ‘হাইড ক্যাপশন’ নির্বাচন করলে দর্শকেরা ভিডিওতে ক্যাপশন দেখবেন না।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে টিকটক জানিয়েছে, ভিডিও দেখার জন্য ভাষা যাতে দর্শকের কাছে বাধা হয়ে না দাঁড়ায়, তাই অটো ক্যাপশন চালু করা হচ্ছে। এর ফলে ব্যবহার অভিজ্ঞতাও বাড়বে। এমনকি সব দর্শকের কাছেই যেকোনো ভাষার ভিডিও বোধগম্য হবে।

বলা হচ্ছে, যাঁদের শ্রবণে সমস্যা রয়েছে কিংবা যাঁরা শব্দ ছাড়াই ভিডিও দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য অটো ক্যাপশন কাজে আসবে। টিকটক বলছে, এ সুবিধা চালুর ফলে টিকটকে অন্তর্ভুক্তি নিশ্চিতের পাশাপাশি ভাষাগত সীমাবদ্ধতা দূর করা যাবে।

অ্যাপল ১৫ দাম কতো সোসাল মিডিয়া

দীর্ঘ প্রতীক্ষার পর উন্মুক্ত হয়েছে আইফোন ১৫। এ সিরিজের ফোনের অন্যতম বৈশিষ্ট হলো এটি টাইপ সি চার্জারে বাজারে উন্মুক্ত করা হয়েছে। সিরিজের অন্তর্ভুক্ত বাকি মডেলগুলো হলো আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। যার সবগুলো মডেল অ্যান্ড্রয়েড ফোনের মতো টাইপ সি চার্জার দিয়ে চার্জ করা যাবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের মডেলগুলো উন্মোচন করা হয়। একই সময়ে অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২-ও উন্মোচন করা হয়।

আইফোন ১৫-এর ফিচার

বাজারে উন্মুক্ত হওয়া নতুন সিরিজের আইফোনের অন্যতম বৈশিষ্ট হলো এটিতে পিছনে বাহারি রঙমিশ্রিত গ্লাস ব্যবহার করা হয়েছে। এ ছাড়া চারপাশে অ্যালুমিনিয়ামের একটি ঘের যুক্ত করা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে ক্যামেরা ফিচারেও। থাকছে ৪৮ মেগাপিক্সেলের সুপার হাই রেজুলেশনের ক্যামেরা। এ ছাড়া ২এক্স টেলিফটো সুবিধার এ ফোনটিতে ব্যবহারকারীরা ক্যামেরায় তিনটি স্তরে জুম করতে পারবেন।

প্রসেসর

আইফোন ১৫ সিরিজের এ ফোনে অ্যাপল এ-১৬ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। এটি আগের সিরিজে ব্যবহার করা এ-১৫ বায়োনিক চিপের চেয়ে ৭ শতাংশ ফাস্ট হতে পারে। এ ছাড়া এজন্য ব্যাটারির ওপর চাপ ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে। সিরিজে ৫ কোর জিপিইউর জন্য ৫০ শতাংশ বেশি মেমরি ব্যান্ডউইথ ব্যবহৃত হয়েছে। ফলে যে কোনো ভিডিও এবং গেম আগের অনেক স্মুথ হবে।

সিরিজের আরো অন্যতম দিক হলো এটির ১৬ কোর নিউরাল ইঞ্জিন প্রতি সেকেন্ডে ১৭ ট্রিলিয়ন অপারেশন পরিচালনা করতে পারে। ফলে এটির মাধ্যমে লাইভ ভয়েসমেইল ও কোনো তৃতীয়পক্ষের অ্যাপস চালু হবে না। সিকিউর এনক্লেভ ব্যবহার প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ও প্রাইভেসি আরও কঠোর করা হয়েছে।

কালার নতুন সিরিজের এ ফোন কয়েকটি কালারে বাজারে আসছে। সেগুলো হলো গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো। এটি বাজারে ১৫ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করা যাবে এবং আগামী ২২ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে।

ডিসপ্লে

আইফোন ১৫ এবং ১৫ প্লাস বাজারে আগের আইফোন-১৪-এর মতো একাধিক ডিজাইনে বাজারে আসবে। এরমধ্যে ৬ দশমিক এক ইঞ্চি এবং ৬ দশমিক ৭ ইঞ্চির আলাদা দুটি ডিসপ্লেতে পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জরুরি সতর্কতার জন্য রয়েছে নতুন প্রযুক্তি। এটিতে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার ফলে স্বাভাবিক অবস্থায় ১৬০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা পাওয়া যাবে। আর এটি বাইরে গেলে উজ্জ্বলতা ২০০০ নিট পর্যন্ত বাড়তে পারে। যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ উজ্জ্বলতার সমান।

ক্যামেরা

নতুন সিরিজের এ ফোনে ক্যামেরা আগের চেয়ে উন্নত করা হয়েছে। এটিতে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রধান ক্যামেরা রয়েছে। যেঠি শতভাগ ফোকাস ও অটোফোকাসের মাধ্যমে যে কোনো ছবিকে বাস্তবের মতো প্রাণবন্তভাবে ধারণ করতে পারে। এ ছাড়া এটিতে ২৪ মেগাপিক্সেলের সুপার হাইরেজুলেশনের আলাদা ক্যামেরা থাকছে। এ ছাড়া ২এক্স টেলিফটোর কারএণ এটিকে ০.৫এক্স, ১ এক্স এবং ২ এক্স আকারে জুম করা যাবে। আইফোনের ডুয়েল ক্যামেরায় এটিই প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে।

জরুরি অবস্থায় লোকেশন শেয়ার

আইফোনের বাজারে আসা ১৫ সিরিজের ফোনে জরুরি অবস্থার খবর জানাতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি যে কোনো দুর্যোগ বা জরুরি অবস্থায় স্যাটেলাইটের মাধ্যমে সংযুক্ত হয়ে তথ্য দিতে পারবে। এর ফলে লাইভের জন্য এ প্রযুক্তি দারুণ প্রভাব ফেলতে পারে। যে কোনো জরুরি অবস্থার তথ্য ব্যবহারকারীকে জানিয়ে দিতে পারে। এরমধ্যে রয়েছে আগুন, যান্ত্রিক ত্রুটি ও গাড়ির জ্বালানিসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

চার্জিং

ফোনের এ সিরিজে অন্যতম সংযোজন হলো চার্জিং ব্যবস্থায় পরিবর্তন আনা। এর ফলে অ্যান্ড্রয়েডের মতো করে টাইপ সি চার্জারের মাধ্যমে আইফোন আইপ্যাড ম্যাক সবগুলো সংযুক্ত ও ডাটা ট্রান্সফারের কাজ করতে পারে। এ ছাড়া ম্যাগসেফ ও কিউআই-১ চার্জারের মাধ্যমে ওয়ারলেস চার্জিং ব্যবস্থাও এটিতে কার্যকারী থাকবে।

এ ছাড়া এ সিরিজে সেকেন্ড জেনারেশনের আল্ট্রা ওয়াইডব্যান্ড চিপের কারণে দুটি আইফোন পরস্পরের লোকজন শেয়ার করতে পারবে। এরফলে ভিড়ের মাঝেও একে অপরকে খুঁজে বের করতে পারবেন। লোকেশন শেয়ার করতে গেলেও প্রাইভেসির ব্যাপারে কোনো আপস করা হয়নি এ প্রযুক্তিতে।

আইফোন ১৫ সিরিজ দাম মার্কেট

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ‘টাইপ সি’ চার্জার নিয়ে আইফোনপ্রেমীদের জন্য উন্মুক্ত হলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোনের ১৫ সিরিজ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের মডেলগুলো উন্মোচন করা হয়। এ ছাড়া, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২-ও উন্মোচন করা হয়। অ্যাপল পার্কে অনুষ্ঠিত এই ইভেন্টের লাইভ স্ট্রিম করেছে অ্যাপল টিভি অ্যাপ।

অ্যাপল জানিয়েছে, আইফোনের নতুন মডেলগুলোতে বিশ্বজনীন টাইপ সি চার্জার ব্যবহার করা যাবে। দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি জানিয়ে আসছিলেন অ্যাপলের ব্যবহারকারীরা। অবশেষে আইফোন ১৫-তে সেই চার্জার যুক্ত করল অ্যাপল।

ওয়ান্ডারলাস্ট ইভেন্টে ‘অ্যাপল আইফোন প্রো সিরিজ’ লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। এই সিরিজের অধীনে চারটি মডেল বাজারে এসেছে– আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই চারটি মডেলেই ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে অর্থাৎ, অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই এখন চার্জ হবে আইফোন।

জানা গেছে, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শুধু ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে।

আইফোন ১৫ প্রো ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আর, আইফোন ১৫ প্রো ম্যাক্সের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য শুরু হয়েছে ১,১৯৯ ডলার থেকে। এই ফোন দুটি বাহারি কালারে বাজারে পাওয়া যাবে।

পুরো বিশ্বে রয়েছে আইফোন নিয়ে বাড়তি এক উন্মাদনা। এবার অ্যাপল একসঙ্গে বাজারে এনেছে এই নতুন সিরিজের চারটি মডেল। যেগুলো আগের মডেল থেকে অনেক উন্নত।

 

Some Words From Clients

What Our Clients Are Saying About Working With Our Team.